এই সময় ডিজিটাল ডেস্ক: বরাবরই তিনি জাতীয়তাবাদী বিষয়ে এগিয়ে এসে বক্তব্য রেখেছেন। দলীয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে থেকেই তা বজায় রেখেছেন । এহেন গৌতম গম্ভীর এবার শুধু বিজেপি নেতাই নন, একেবারে পূর্ব দিল্লি কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী। #Delhi: BJP MP candidate from East Delhi, Gautam Gambhir holds roadshow ahead of filling his nomination, says, "I r… https://t.co/dDMjuNYqel— ANI (@ANI) 1555996854000 সেই প্রাক্তন ক্রিকেটার গম্ভীর মনোনয়ন পত্র পেশ করলেন মঙ্গলবার। কেন রাজনীতিতে? গম্ভীর বলছেন, 'দেশের জন্য কাজ করাটাই আমার লক্ষ্য। আর গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নতিতে যা কাজ করেছেন, সেটাকেই আমি এগিয়ে নিয়ে যেতে চাই।'মঙ্গলবার রোড শো করে মনোনয়ন পত্র জমা দেন গৌতম গম্ভীর। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও।
from Eisamay http://bit.ly/2Vmkk3j
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন