এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রথম থেকেই সওয়াল করে আসছে বিজেপি, তখন অশান্তির ধারাবাহিক চিত্র ধরা পড়ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। অশান্তি শুধু নয়, প্রিসাইডিং অফিসারকে পর্যন্ত বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে যোগী আদিত্যনাথের রাজ্যে। জানা গিয়েছে, মোরাদবাদের ২৩১ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা। বুথের বাইরে পর্যন্ত টেনে বের করে আনা তাঁকে। #WATCH Moradabad: BJP workers beat an Election Official at booth number 231 alleging he was asking voters to press… https://t.co/dI8nGonU33— ANI UP (@ANINewsUP) 1555997108000 বিজেপির অভিযোগ, ওই প্রিসাইডিং অফিসার ভোটারদের 'সাইকেল' চিহ্নে ভোট দিতে জোর করছিলেন। উল্লেখ্য, সাইকেল চিহ্ন সমাজবাদী পার্টির দলীয় প্রতীক। অর্থাৎ ওই প্রিসাইডিং অফিসার ভোটারদের সমাজবাদী পার্টিকে ভোট দিতে বলছিলেন বলে অভিযোগ করেছে বিজেপি।যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে প্রিসাইডিং অফিসার। এমনকী ভোটারদের থেকেও এরকম কোনও অভিযোগ সামনে আসেনি।
from Eisamay http://bit.ly/2KS75TY
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন