বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

আজ বিশ্ব বই দিবস, ছোট্ট মনে জেগে উঠুক জানার দুর্নিবার ইচ্ছা

এই সময় ডিজিটাল ডেস্ক: ২২ এপ্রিল ছিল বিশ্ব বসুন্ধরা দিবস। আর আজ, মঙ্গলবার বিশ্ব বই দিবস। আচ্ছা আপনার বাড়ির খুদেটির মনেও যদি একই সঙ্গে পরিবেশ এবং বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করা যায়। তাকে যদি দেওয়া যায় এক নতুন দুনিয়ার সন্ধান! মন্দ হবে না বলুন... বেশ, রইল তেমনই কিছু বইয়ের সন্ধান, যা ছোট্ট মনে জাগিয়ে তুলবে পরিবেশের প্রতি ভালোবাসা এবং বইয়ের সঙ্গে সখ্য...১. ওভার অ্যান্ড আন্ডার দ্য পন্ড 69002758 লেখক কেট মেসনার এবং ইলাস্ট্রেটর ক্রিস্টোফার সাইলাস নিলের এই বইটি ছোট মনের সঙ্গে অনায়াসে পরিচয় করিয়ে দেবে চারপাশের প্রকৃতির। পাঁচ থেকে ৮ বছরের বাচ্চাদের জন্যে আদর্শ। ২. ক্রিকফাইন্ডিং: আ ট্রু স্টোরি 69002766 এক সত্যি ঘটনা... মাইকেল অস্টারহম-এর লেখা এই বইয়ে প্রকৃতির গন্ধ যেন জড়িয়ে আছে। সেই সঙ্গে ক্লডিয়া ম্যাকগেহি-র আঁকা ছবি যেন চোখের সামনে তুলে ধরে এক অন্য দুনিয়াকে। পাঁচ থেকে ৮ বছরের বাচ্চাদের জন্যে আদর্শ।৩. টাচ দ্য আর্থ 69002773 জুলিয়ান লেনন-এর লেখা বাচ্চাদের জন্যে প্রথম বই। বইটির শুরুতেই লেখকের আবেদন... আমাদের পৃথিবীর আপনার সাহায্য প্রয়োজন... ৩ থেকে ৬ বছরের বাচ্চাদের পড়ার জন্যে আদর্শ।ছোট থেকেই তো তৈরি করতে হবে পরিবেশের প্রতি ভালোবাসা। ৪. দ্য ফগ 69002781 পাখি যাদের খুব প্রিয় তাদের এই বই পড়তে আরও ভালোলাগবে। ৪ থেকে ৮ বছর বয়সীরা এই বই বেশি উপভোগ করবে।৫. আই অ্যাম জেন গুডঅল (অর্ডিনারি পিপল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড) 69002786 অর্ডিনারি পিপল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড সিরিজের নতুন সদস্য এই বইটি। ব্র্যাড মেল্টজারের লেখা এবং ক্রিস্টোফার এলিওপোলাসের আঁকা ছবির সাহায্য বাচ্চাদের সামন খুলে যায় এক নতুন বিশ্বের দরজা। ৫ থেকে ৮ বছর বয়সীদের জন্যে আদর্শ।

from Eisamay http://bit.ly/2VivxBT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages