বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

জীবনের তোয়াক্কা না-করে ভারতীয়ের প্রাণ বাঁচালেন শ্রীলঙ্কার এই ক্যাবচালক

এই সময় ডিজিটাল ডেস্ক: ঘরের ছেলে ঘরে ফিরবে। সেরকম প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছিল বেঙ্গালোরের অশ্বিন রঙ্গরাজন। হোস্টেলে ব্যাগপত্র গোছাতে গোছাতে তাঁর কানে এসেছিল বিস্ফোরণের বিকট শব্দ। এমনকি তাঁর কানে আসে যে, এই এলাকায় কোনও আতঙ্কবাদী ঘোরাফেরা করছে। ঠিক তার ১২ ঘণ্টা পর ছিল অশ্বিনের দেশে ফেরার ফ্লাইট।রবিবার ইস্টার ডে তে শ্রীলঙ্কায় যে বিস্ফোরণ হয়েছে তার বিন্দুমাত্র আঁচ আসেনি বেঙ্গালোরের অশ্বিনের শরীরে। সোমবার সকালে নিরাপদে সে বাড়ি ফিরেছে। আর তাঁকে এই নিরাপদে ভারতে পৌঁছে নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন ইরফান। কলম্বোর এক উবর ক্যাব ড্রাইভার, যিনি ৪৫ কিলোমিটার গাড়ি চালিয়ে অশ্বিনকে নিরাপদে কলম্বো বিমানবন্দরে পৌঁছে দিয়েছিলেন। চারিদিকে বিস্ফোরণের শব্দে ইরফান নিজেও বোমকে গিয়েছিলেন। কিন্তু তার ছিটেফোটা বুঝতে দেননি তাঁর ক্যাবের যাত্রী ২৫ বছরের অশ্বিনকে। 69003595 অশ্বিনের কথায়, "আমার মা আমাকে চেন্নাই থেকে ক্যাবটি বুক করে দিয়েছিল। ২৫ মিনিট ধরে চেষ্টা করার পরেও আমি ক্যাব বুক করতে পারছিলাম না। আমার মা ইরফান ভাইকে ফোন করে আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে বলেন।" এ দিকে ইরফানের ফোনে তাঁর বাড়ি থেকে একের পর এক ফোন আসছে। ইরফানকে বাড়ির লোকের কাছে শুনতে হচ্ছে, "সতর্ক হও। মুসলমানদের টার্গেট করা হচ্ছে।" ইরফান কিন্তু নিজের কর্তব্যে অবিচল। অশ্বিনকে সে বলে ওঠে, "চিন্তা করবেন না। আপনার মাকে কথা দিয়েছি, ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছে দেব।"

from Eisamay http://bit.ly/2KWKaqK

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages