বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

EVM-এর পাশে বাড়তি লোক! মালদহে সরানো হল প্রিসাইডিং অফিসারকে

এই সময় ডিজিটাল ডেস্ক: ইভিএম-এর পাশে ঘোরাফেরা করতে দেখা গেল বাড়তি লোকজনকে। মালদহের রতুয়ার একটি বুথে ঘটে এই ঘটনা। অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সরানো হয়েছে প্রিসাইডিং অফিসারকে। মঙ্গলবার সকালে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রতুয়ার বাহারালের একটি বুথে ইভিএম-এর পাশে বাড়তি লোককে দেখতে পাওয়া যায়। দেখা যায়, প্রত্যেক ভোটারকে ইভিএম-এর সামনে পর্যন্ত নিয়ে যাচ্ছেন এক এজেন্ট। ভোট দেওয়ার সময়ও তিনি ভোটারদের পাশে দাঁড়িয়ে থাকছেন। এই ঘটনা ক্যামেরার সামনে আসার পরই প্রশ্ন করা হয় প্রিসাইডিং অফিসার দেবব্রত কুণ্ডুকে। সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁর নজর এড়িয়েই এই কাজ হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তিনি নজর রাখবেন। ওই কেন্দ্রে ১৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর এজেন্ট রয়েছে বলে জানান তিনি। এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই এই ঘটনায় ব্যবস্থা নেয় কমিশন। প্রিসাইডিং অফিসারের চোখের সামনেই এমন ঘটনা ঘটায় তাঁকে সরিয়ে দেওয়া হয়।

from Eisamay http://bit.ly/2VioxVL

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages