এই সময় ডিজিটাল ডেস্ক: প্রবল ঝড়বৃষ্টির জেরে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। এদিন পূর্ব রেলের হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় পরিষেবা দারুনভাবে বিঘ্নিত হয়েছে। বিভিন্ন শাখায় বহু লোকাল ট্রেন দেরিতে চলছে। যার জেরে দুর্ভোগের মধ্যে পড়েন অফিস ফেরত আমজনতা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ শহরে ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। যদিও এটি কালবৈশাখী নয় বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।আরও পড়ুন: হুগলি-নদিয়া-বর্ধমানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কবে?প্রবল ঝড়জলের জেরে শিয়ালদহ মেইন শাখার শিমুরালি স্টেশনের কাছে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যায়। কৃষ্ণনগর থেকে টাওয়ার ভ্যান গিয়ে সেটি মেরামত করার পরে ফের পরিষেবা শুরু হয়। এর জেরে অন্তত ৬টি ট্রেন দেরিতে চলাচল করে বলে রেলের তরফে জানানো হয়েছে। এ ছাড়া কৃষ্ণনগরে সিগন্যাল ব্যাবস্থায় সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেনে রেলকর্মীরা। যার প্রভাবে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে।এদিকে, ঝড়বৃষ্টির জেরে হাওড়া ডিভিশনেও ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। বহু লোকাল ট্রেন দেরিতে চলছে বলে সূত্রের খবর। তবে পূর্ব রেলের আসানসোল এবং মালদা ডিভিশনে পরিষেবা স্বাভাবিক।
from Eisamay http://bit.ly/2VYb7v5
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন