২২.০৪.২০১৯মেষ - সমাজসেবা মূলক কাজের স্বীকৃতি পেতে পারেন। নতুন কোনও দায়িত্ব ঘাড়ে চাপতে পারে। বেকাররা চাকরির চিঠি পেতে পারেন। বৃষ - ব্যবসায় লাভ বাড়বে। প্রেশার চেক করিয়ে নিন। হার্টের রোগীরা উত্তেজনা এড়িয়ে চলবেন। কোনও সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে।মিথুন - বিশেষ কোনও কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন। নতুন কোনও ব্যবসায়িক সন্ধান পেতে পারেন। সব কাজেই পারিবারিক সহযোগিতা পাবেন। কর্কট - চাকরি সুত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। দাম্পত্যজীবন ভালো কাটবে। অবিবাহিতদের বিবাহের জন্য চাপ আসতে পারে। সিংহ - অর্থাগম ভালো হবে। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি বেশি খেয়াল রাখুন। কর্মসূত্রে বিদেশ গমনের যোগ আছে। কন্যা - ব্যবসায় মন্দা চলবে। আর্থিক সংকটে পড়তে পারেন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে। যানবাহন চালকরা সাবধানে রাস্তায় চলবেন।তুলা - কর্মসূত্রে অন্যত্র যেতে হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। প্রেম ভাঙার সম্ভাবনা আছে। বৃশ্চিক - শুভ দিন। অর্থাগমের যোগ আছে। প্রিয়জনের বিবাহ স্থির হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।ধনু - ধীর স্থির ভাবে সব কাজ করুন। নিজের ভুলের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে। শরীর ঠিক থাকবে।মকর - বড় কোনও কাজে সাফল্য পাবেন। ধীরে সুস্থে কাজ করুন। দাম্পত্য কলহের আশঙ্কা নেই। কুম্ভ - ব্যবসায় উন্নতি আছে। স্ত্রীর শারীরিক সমস্যা বাড়তে পারে। নারীর প্রতি অতি আকর্ষণ আপনাকে বিপদে ফেলতে পারে। মীন - শুভাশুভ মিশ্রিত দিন। কর্মস্থলে কোনও পরিবর্তন নেই। গুরুজনদের স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে। প্রেমে পরিবর্তন নেই।
from Eisamay http://bit.ly/2V26L61
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন