বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

বাপ কা বেটা! এবার জয়া প্রদাকে আনারকলি বললেন আজম খানের ছেলে

এই সময় ডিজিটাল ডেস্ক: বাবার পথে হেঁটেই ফের জয়া প্রদার অতীত টেনে এনে তাঁকে কটাক্ষ করলেন রামপুরে সমাজবাদী পার্টির প্রার্থী মহম্মদ আজম খানের ছেলে আবদুল্লাহ আজম খান। তিনি বলেছেন, 'আমাদের চাই আলি ও বজরংবলী। আনারকলির কোনও প্রয়োজন নেই।'প্রচারে শেষ দিনে রামপুরের পান দারেবায় প্রচারে গিয়েছিলেন আবদুল্লাহ। মঙ্গলবার ভোট হতে চলেছে রামপুরে। এখানকার ভোটের প্রচারে কুকথার বন্যা বয়েছে। অন্তর্বাস থেকে ল্যাংগোট - সবই উঠে এসেছে সমালোচনায়। বেশিরভাগ ক্ষেত্রেই টার্গেট হতে হয়েছে বিজেপি প্রার্থী জয়া প্রদাকে। রবিবার প্রচারে গিয়ে আজম খানের ছেলে বলেন, 'আলিও আমাদের, বজরংবলীও আমাদের। আমাদের আলিকেও চাই, বজরংবলীকেও। তবে আনারকলিকে চাই না।' এর আগে, জয়া প্রদার বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য আজম খানকে ৭২ ঘণ্টা প্রচারে অংশ না-নেওয়ার শাস্তি দিয়েছিল নির্বাচন কমিশন।

from Eisamay http://bit.ly/2UsBmII

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages