বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

মিমির প্রচারে সভা অভিষেকের, 'হেলিপ্যাড বানাতে ১০০ বছরের গাছ কাটায়' কমিশনে বিকাশ

এই সময় ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য অস্থায়ী হেলিপ্যাট তৈরি করতে কেটে ফেলা হয়েছে ১০০ বছরের পুরনো বিরাট এক অশ্বত্থ গাছ। এমনই অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আগামী ৩ মে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিকাশরঞ্জনের অভিযোগ, অভিষেকের হেলিকপ্টার নামার জন্য সেখানে তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। সে জন্য শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছটি কেটে ফেলা হয়েছে বলে কমিশনে অভিযোগ দায়ের করেছেন যাদবপুরের সিপিএম প্রার্থী। তৃণমূল নেতা তথা আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের বক্তব্য, গাছটি মরে গিয়েছিল। তাই কেটে ফেলা হয়েছে। ওখানে অভিষেকের হেলিকপ্টার নামবে কিনা তার কোনও ঠিক নেই।

from Eisamay http://bit.ly/2ZrvEKT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages