বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

শেষ সেকেন্ড পর্যন্ত আপের সঙ্গে জোটে রাজি কংগ্রেস, বললেন রাহুল

এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ সেকেন্ড পর্যন্ত দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট করতে তৈরি কংগগ্রেস। শুধু সে ক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হরিয়ানাতেও জোট করার শর্ত ছাড়তে হবে। আমাদের দেওয়া বিশেষ সাক্ষাত্‍‌কারে এ কথা জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আমাদেরই সিস্টার পাবলিকেশন নবভারত টাইমস সাক্ষাত্‍‌কারে রাহুলকে জিগগেস করেছিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কি আপের সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নের জবাবে রাগা বলেন, 'আমরা শেষ সেকেন্ড পর্যন্ত জোটের জন্য তৈরি রয়েছি। যে মুহূর্তে কেজরিওয়াল হরিয়ানায় জোট করার শর্ত ছাড়বেন, সেই মুহূর্তেই জোট হবে।'কেজরিওয়ালই দিল্লিতে কংগ্রেসের সঙ্গে ৪:৩ ফরমুলায় জোট করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়ে রাহুল বলেন, 'আগে দিল্লিতে আমাদের দলীয় নেতারা এই ফরমুলায় রাজি ছিলেন না। যখন আমরা দিল্লির নেতাদের বোঝালাম, তখন কেজরিওয়াল হরিয়ানাতেও জোট করার শর্ত জুড়ে দিলেন।' রাহুল আপের সঙ্গে জোটে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন কেজরিওয়াল। খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay http://bit.ly/2viGZin

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages