এই সময় ডিজিটাল ডেস্ক: বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় নিজের জীবনের অনেক কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এমন একটা বিষয় যে তিনি তুলবেন, তা বোধহয় ভাবতে পারেননি 'খিলাড়়ি' অক্ষয়ও। আলাপচারিতার মাঝেই হঠাত্ নমো নিয়ে আসেন অক্ষয়ের স্ত্রী টুইংকল-প্রসঙ্গ। দিল্লিতে নিজের সরকারি বাসভবনের লনে হাঁটতে হাঁটতে এক সময় অক্ষয় কুমারকে মোদী বলেন, 'টুইটারে আমি আপনাকে এবং টুইংকল খান্না জি-কে ফলো করি। তিনি যে ভাবে আমাকে বিভিন্ন বিষয়ে নিশানা করেন, তাতে আমি বুঝি যে আপনার বাড়িতে শান্তি বিরাজ করছে। ওনার সব রাগ তো আমার ওপরেই বেরিয়ে যায়, তাই বাড়িতে শান্তি থাকে।' প্রধানমন্ত্রী মুচকি হেসে এই কথা বলার পরই হাসিতে ফেটে পড়েন অক্ষয়। এর প্রতিক্রিয়ায় টুইংকল টুইট করে বলেন যে প্রধানমন্ত্রী যে তাঁর লেখা পড়েন, তাতে তিনি খুশি। I have a rather positive way of looking at this-Not only is the Prime Minister aware that I exist but he actually r… https://t.co/bluOOS86sM— Twinkle Khanna (@mrsfunnybones) 1556082657000
from Eisamay http://bit.ly/2vkS6HK
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন