পায়েল মজুমদারকে বলল, স্মৃতি খুব ক্ষণস্থায়ী? ভোটের আবহে অনেক স্মৃতি ফিরিয়ে আনেন নেতারা। রাজনীতির কারণেই ফিরিয়ে আনা হয় অনেক স্মৃতির মুখ।এ বার সোশ্যাল মিডিয়ার রমরমা বাজারে সাধারণ মানুষের দৌলতেই ফিরে আসছেন অজস্র হারানো মুখ। রাজকীয় ভাবে। আশ্চর্য পথে। কোনও না কোনও হ্যাশট্যাগে ভর করে ফিরে আসছেন তাঁরা। সেই মৃতেরাও 'কথা' বলছেন যেন। তাঁদের কথা শুনতে ফেসবুক, টুইটারে এ বার নয়া হ্যাশট্যাগ remembermewhenyouvote। অর্থাৎ 'ভোট দেওয়ার সময় আমাকেও মনে রাখবেন।'ঠিক কী রকম বিষয়টি?হ্যাশট্যাগটি খুললে দেখা যাবে গৌরী লঙ্কেশ বা নরেন্দ্র দাভোলকরের একটি ছবি। পাশে লেখা, 'আমি গৌরী লঙ্কেশ। সাংবাদিক, বয়স ৫৫। আরএসএস-বিজেপির বিরুদ্ধে লেখার জন্য নিজের ঘরের দরজায় আমাকে গুলি করে মারা হয়েছিল।' তার পরেই ওই হ্যাশট্যাগ। এ রকম ভাবেই নিজেদের কথা বলেছেন, নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, এম এম কালবুর্গি।তবে শুধুই যুক্তিবাদী ও মুক্তমনাদের মৃত্যু নয়, সেই সব মৃত্যু যা প্রতিবাদের ঝড় তুলেছিল এক সময় সব কিছুর স্মৃতিই ফের এক বার উস্কে দিতে চাইছে ওই হ্যাশট্যাগ। যেমন- কাশ্মীরের কাঠুয়ার বাকেরওয়াল সম্প্রদায়ের সেই খুদেকে মনে আছে? যাকে কয়েকদিন ধরে মাদক খাইয়ে নেশাচ্ছন্ন করে রেখে টানা ধর্ষণ করা হয়েছিল? তার পর গলা টিপে খুন করেও শেষ হয়নি অত্যাচার, শেষমেশ পাথর দিয়ে মাথা থেঁতলানো হয়, ভেঙে দেওয়া হয় তার পা। অভিযুক্তদের কেন ধরা হয়েছিল তার প্রতিবাদে দুই বিজেপি নেতা রাস্তায় মিছিলও করেন। এই হ্যাশট্যাগে সেই মেয়েটিও 'কথা বলেছে।' 'লিখেছে'- ' বাকেরওয়াল সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য গণধর্ষণ ও খুন করা হয়েছিল আমাকে। #remembermewhenyouvote।' একই ভাবে নিজেদের কথা শুনিয়েছেন গণপিটুনিতে নিহত পেহলু খান, মহম্মদ আখলাকও। বা ধরুন জয়েশ সোলাঙ্কি। গুজরাতের দলিত সম্প্রদায়ের এই তরুণকে পিটিয়ে মারা হয়েছিল কারণ তিনি উঁচু জাতের উৎসব দেখার সাহস করেছিলেন। প্রদীপ রাঠোরের মতো দলিত তরুণকে আবার শাস্তি হয়েছিল কারণ তিনি ঘোড়ার চড়ার 'স্পর্ধা' দেখিয়েছিলেন। তাঁদেরই বয়ান আর সঙ্গে সেই হ্যাশট্যাগ। টুইটার বা ফেসবুকে অনেকেই শেয়ার করছেন এমন ছবি। ছবি, স্মৃতি, প্রতিবাদ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বিষণ্ণতার কোলাজে।
from Eisamay https://ift.tt/2HlbMmT
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন