আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা প্রতিনিয়ত কিছুনা কিছু সমস্যায় পড়ি। আজকে আমি সেরা কিছু কম্পিউটার টিপস এবং ট্রিক্স ( Computer tips & tricks bangla ) নিয়ে আলোচনা করবো যেগুলো জানলে কম্পিউটারের খুটিনাটি সমস্যা আপনি নিজেই সারিয়ে তুলতে পারবেন এবং হয়ে উঠবেন কম্পিউটারের গুরু।
কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 1
- Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, tree লিখে এন্টার করুন।
- Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, prefetch লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখানে সবগুলো ফাইল ডিলেট করুন।
- Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, %temp% লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখান থেকে সবগুলো ফাইল ডিলিট করুন।
- Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, temp লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখান থেকে সবগুলো ফাইল ডিলিট করুন।
- প্রত্যেকটি ড্রাইভের উপর মাউসের রাইট ক্লিক করে প্রপারটিজ এ যান এবং ডিস্ক ক্লিনআপ করুন। এখন আপনার কম্পিউটারের গতি আগের চেয়ে অনেকগুন বেড়ে যাবে।
কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 2
আপনার পিসি সম্পূর্ণভাবে চালু না হওয়া পর্যন্ত কোন Program/Application চালু করবেননা।
কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 3
ডেক্সটপ ওয়ালপেপার হিসেবে খুব বড় সাইজের ইমেজ ব্যবহার থেকে বিরত থাকুন। ডেক্সটপে প্রয়োজনের বেশী সর্টকাট রাখবেননা। কারন ডেক্সটপে রাখা সর্টকাটগুলো র্যাম ব্যবহার করে।
কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 4
কম্পিউটারের র্যাম কম থাকলে কম্পিউটার স্লো হয়ে যায়। এ ক্ষেত্রে ভার্চুয়াল র্যাম বাড়িয়ে কম্পিউটারের গতি কিছুটা বাড়ানো যায়। এর জন্য My Computer এ মাউসের রাইট ক্লিক করে Properties এ যান- Advanced System Settings এ যান Performance এর Settings এ যান Advanced ট্যাব এ ক্লিক করুন, Change -এ ক্লিক করুন এবার Initial size x Maximum size এ ইচ্ছা মত সাইজ লিখে Set এ ক্লিক করে Ok করুন।
কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 5
অনেক সময় আমাদের পিসির পাওয়ার বাটনে সমস্যা হলে কম্পিউটার চালু করতে পারিনা। এ ক্ষেত্রে আপিনি কীবোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় Del কী চেপে Bios সেটআপ এ প্রবেশ করতে হবে। তারপর power management setup সিলেক্ট করে এন্টার করুন। এবার power on my keyboard সিলেক্ট করে এন্টার করুন। এরপর পাসওয়ার্ড নির্বাচন করে এন্টার দিন। এরপর কোন একটি পাসওয়ার্ড দিয়ে সেভ করে বেরিয়ে আসুন। এখন কীবোর্ড থেকে সেই পাসওয়ার্ড চেপে কম্পিউটার চালু করতে পারবেন।
কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 6
অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কম্পিউটারের স্টার্ট মেনু আসতে দেরি হয় বা লোকাল ডিস্ক ওপেন হতে দেরি হয়। এই সমস্যা সমাধান করতে যা করতে হবে- কীবোর্ড থেকে Windows Key + R চাপুন। Run ডায়ালগ বক্স আসবে এখনে Regedit.exe লিখে Ok দিন। একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে HKEY_CURRENT_USER এ ক্লিক করুন নিচে ড্রাপডাউন থেকে Control Panel এ ক্লিক করুন। এরপর নিচে ড্রাপডাউন থেকে Desktop সিলেক্ট করুন। Desktop সিলেক্ট থাকা অবস্থায় ডান পাশ থেকে MenuShowDelay এর উপর ডাবল ক্লিক করে Value Data 0 করে OK দিন। কম্পিউটার রিস্টার্ট দিন।
কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 7
যে কোন Program/Application ক্লোজ করার পর আপনার ডেক্সটপে গিয়ে কীবোর্ড থেকে F5 চেপে রিফ্রেস করে নিন। যা আপনার কম্পিউটারের র্যাম হতে অব্যবহৃত ফাইল রিমুভ করে দিবে।
কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 8
আপনার কম্পিউটারের হার্ডডিস্কে ২/৩টি Partition করুন। ২য় বা ৩য় Partition এ বড় বড় সফ্টওয়্যারগুলো ইন্সটল করুন। Windows এর জন্য পারলে পুরো C ড্রাইভ খালি রাখুন। কম্পিউটারের ভাল ফারফর্মেন্স পাবেন।
কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 9
কিছুক্ষন পর পর Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, tree লিখে এন্টার করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন