নিজস্ব প্রতিবেদক ::: বরগুনার তালতলী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে নয়ন হাওলাদার (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নিন্দ্রাচর এলাকায় ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি।
মৃত তরুণ নিন্দ্রাচর গ্রামের কাশেম হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, নয়ন হাওলাদার বাড়ির আঙিনায় ফুল গাছে পানি নিতে মোটর চালু করে। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিক স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা এসএইচ সোহাগ বলেন, হাসপাতালের নেওয়ার আগেই ওই তরুণের মৃত্যু হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুতায়িত হয়ে নয়ন নামের এক তরুণ মারা গেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন