বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ৭ জুন, ২০২৩

বরিশালকে সম্প্রীতির মডেল নগরী হিসেবে গড়ে তোলা হবে: মুফতী ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক ::: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, বরিশাল নগরীকে আমরা সম্প্রীতির মডেল নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে ‘সম্প্রীতি পরিষদ’ গঠন করা হবে। রাজনৈতিক সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং সকল রাজনৈতিক প্রতিনিধিদের পরামর্শক্রমে সিটি কর্পোরেশন পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।

আজ (০৭ জুন) বুধবার বিকেলে নগরীর বাজার রোড এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

বিকেলে নগরীর ২নং ওয়ার্ডের বাঁশের হাট, নাজিরের পুল, আকন ভিলা, ৯নং ওয়ার্ডের পোর্ট রোড ব্রীজ, ৬নং ওয়ার্ডের পিয়াজপট্টি, ১৯নং ওয়ার্ডের কালীবাড়ী রোড ও ১৬নং ওয়ার্ডের ব্রাউন্ড কম্পাউন্ড এলাকায় হাতপাখার পক্ষে গণসংযোগ করেন মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

এছাড়াও হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীকে জড়িয়ে ৩ কোটি টাকা লেনদেন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ অসত্য, বানোয়াট, আপত্তিকর, উস্কানীমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করায় ২৪নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয় (মামলা নং- ৬২/২৩)।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages