বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৭ মে, ২০২৩

আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে ৬ মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতীক পেয়ে নগরীতে প্রচার-প্রচারনা শুরু করেছেন বরিশাল সিটি নির্বাচনের মেয়র, সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। শুক্রবার জুম্মার নামাজের পর থেকে নগরীর ৩০ ওয়ার্ডে প্রার্থীর পক্ষে ভোট চেয়ে শুরু হয়েছে মাইকিং। নগরীর প্রধান প্রধান সড়কসহ অলি-গলিতে পোষ্টার টানানো শুরু করেছেন প্রার্থীর কর্মীরা। শুভেচ্ছা বিনিময় ও দোয়া প্রার্থনা করে লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আহসান হাবীব কামালের ছেলে কামরুল হাসান রুপন গণসংযোগ শুরু করেছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাত নগরীর রূপাতলী হাউজিং স্টেট জামে মসজিদে জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারনার আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন। জুম্মার বয়ানের পূর্বে মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে খোকন সেরনিয়াবাত বলেন, সিটি কর্পোরেশন একটি রাষ্ট্রীয় সংস্থা। এটা মানুষের কল্যানে কাজ করে। অথচ বরিশাল সিটিতে রাস্তা, ড্রেনেজ, পানি ও মশার সমস্যা চরম আকার ধারন করেছে। প্রধানমন্ত্রী বরিশালবাসীর জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। আমাকে নির্বাচিত করলে অঙ্গীকার করছি আপনাদের খেদমত করবো। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে। সিটি কর্পোরেশনের পরিসেবা বৃদ্ধি করা হবে।
তিনি আরো বলেন, রুপাতলী হাউজিং এর সড়কের করুন দশা প্রমান করে বরিশালে গত ১০ বছরেও কোন উন্নয়ন হয়নি। নির্বাচিত হতে পারলে শুধু এই সড়কই নয় বরিশালকে গড়বো নতুনভাবে। আর এ জন্য আগামী ১২ জুন কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে নৌকাকে বিজয়ী করে উন্নয়ন করার সুযোগ চান আওয়ামী লীগের এই প্রার্থী।
বিকেলে নগরীর ৩০ নং ওয়ার্ডের কাজি বাড়ীর সামনে একটি উঠান বৈঠকে অংশ নেন। এ সময় তিনি বলেন, কথা নয়, কাজে বিশ্বাসী আমি। আপনারা আমাকে ভোট দিন, আমি কাজ দিয়ে এ ঋণ পরিশোধ করবো। আমার হাতকে শক্তিশালী করলে, আমিও শক্তিশালী উম্মুক্ত সিটি করপোরেশন উপহার দেব বরিশালবাসীকে। এ সময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, নগরীর মতাসার আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। এর আগে সাংবাদিকদের তিনি বলেন, ডুবন্ত নৌকায় কেউ উঠবে না। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা দেখেছেন কিভাবে জনগণ নৌকাকে ডুবিয়ে দিয়েছে। মির্জাগঞ্জ ও নাজিরপুরের উপ নির্বাচনেও নৌকা ডুবে গেছে। জনগণ ভোট দিতে পারলে কোন ভুল সিদ্ধান্ত নেবে না। বিগত ১৫ বছর বরিশালের ভোটাররা ভোট দিতে পারেনি। এবার সুযোগ পেলে ভোটের বাক্স লাঙ্গলে ভরে যাবে।
তিনি আরও বলেন, আমার কালো টাকার পাহাড় নেই, আছে বুক ভরা সাহস ও ভালোবাসা। গুন্ডা আর মাস্তানির রাজনীতি আমি করি না। মানুষের রাজনীতি আমি করি, মানুষের পাশে থাকতে চাই। আগমী ১২জুন আপনারা আমার সাথে থাকুন। আমি আপনাদের কর্মচারী ও সেবক হিসেবে কাজ করতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এডভোকেট এম এ জলিল, রফিকুল ইসলাম গফুর, অধ্যাপক গিয়াস উদ্দিন, এস এম ইনামুল হাসান শামীম, জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।
নগরীর সদর রোড বায়তুল মোকাররম জামে মসজিদে জুম্মার নামাজ শেষে অশ্বিনী কুমার হল চত্বর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এ সময় প্রার্থীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয়, জেলা-মহানগর ও স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল সিটি সাবেক মেয়র বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন। টেবিল ঘড়ি প্রতীক পাওয়া রুপন নগরীর আলেকান্দা জামে মসজিদে জুম্মার নামাজ শেষে গণসংযোগ শুরু করেন। তিনি নগরীর রিফিউজি কলোনী, কালুশাহ সড়কের সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি দোয়া চেয়ে টেবিল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান ও হরিন প্রতীকের আলী হোসেন হাওলাদারের প্রচারনা শুরু করার কোন খবর পাওয়া যায়নি।

The post আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে ৬ মেয়র প্রার্থী appeared first on ajkerparibartan.com.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages