বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ৫ মার্চ, ২০২৩

ইসলাম ই চুড়ান্ত ধর্ম

ইসলাম ই চুড়ান্ত ধর্ম

ইসলাম কোন নতুন ধর্ম নয়, পৃথিবীতে আদি পিতা হযরত আদম আঃ ও আদি মাতা হাওয়া আঃ যেদিন আগমন করেন সেদিন থেকেই ইসলাম ধর্মের পৃথিবীতে আগমন ৷ মনে রাখতে হবে যে পৃথিবীতে প্রেরণের পূর্বেই তাদের কে ভাষা শিক্ষা দেয়া হয়েছিল ও প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা দেয়া হয়েছিল এবং তাহারা বেহেস্তে জীবন যাপন করতেছিলেন ৷

একজন বিজ্ঞানী ড. এলিস সিলভার তার বই-“Humans Are Not From the Earth” এ উল্লেখ করেছেন মানুষ পৃথিবীর জীব নয়৷ কারণ পৃথিবীর পরিবেশের সাথে পৃথিবীর অন্যান্য জীবের সরাসরি একটা যোগসূত্র থাকলেও মানুষের ক্ষেত্রে সেটা নেই৷ তার মতে মানুষকে তাদের নিজেদের গ্রহ থেকে অন্য প্রাণীরা নির্বাসিত দিয়ে গিয়েছে পৃথিবীতে ।
এলিস সিলভার তার বইতে কিছু তথ্য উল্লেখ করেছেন যার দ্বারা তিনি তুলে ধরেছেন যে মানুষের শারীরিক গঠনেই বলে দিচ্ছে মানুষ পৃথিবীর কোনো জীব নয়।
তিনি উল্লেখ করছেন পৃথিবীর মধ্যাকর্ষণ বল মানুষের প্রয়োজনীয় মধ্যাকর্ষণ বল থেকে বেশি হওয়ায় মানুষের পিঠ ধরে যায় বেশিক্ষণ দাড়িয়ে থাকা বা শ্রম এর ফল,, কিন্তু পৃথিবীর অন্যান্য জীবের ক্ষেত্রে সেটা হয় না৷

পৃথিবীতে মানুষের আসার পরে তাহারা বসবার শুরু করে এবং বংশ বিস্তার হতে থাকে ৷ তাহারা জীবন যাপন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান নিয়েই পৃথিবীতে আগমন করেন ( আমাদের কল্পিত আদি মানব নয়) ৷ ক্রমেই মানুষের বংশ বিস্তার হতে থাকে এবং তাহারা মধ্যপ্রাচ্য হতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ৷ শয়তান মানুষকে বিপথগামী করতে থাকে এবং আল্লাহ তায়ালা ও মানুষকে সুপথে আনয়নের জন্য নবী রাসুল প্রেরণ করতে থাকেন ৷ কালের পরিক্রমায় মানুষেরা নবী রাসুলগণের হেদায়েতের বাণী ভুলে যায়৷
এবং তাহারা আল্লাহর ইবাদতের মাধ্যম হিসাবে শয়তানের ইবাদাত করতে থাকে৷
পৃথিবীতে প্রসিদ্ধ নবীগণ হলেন হযরত আদম আঃ, হযরত নূহ আঃ, হযরত দাউদ আঃ, হযরত ইব্রাহিম আঃ, হযরত ইসমাইল আঃ হযরত মুসা আঃ, হযরত ঈসা আঃ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সঃ ৷

অনেকেই বলে থাকেন পৃথিবীতে এতো ধর্মের কি প্রয়োজন ছিল? আসল ব্যপার হলো প্রত্যেক নবীগণই ইসলাম ধর্ম প্রচার করেছেন কিন্তু সময়ের ব্যবধানে ধর্মীয় বাণী বিকৃত হয়ে যায় এবং আল্লাহ তায়ালা মানুষদের সুপথে আনয়নের জন্য আবার নবী পাঠাতে থাকেন, কিন্তু অনেক মানুষই বাপ দাদাদের ধর্ম ছেড়ে নতুন বিধান গ্রহণ করতে চাইতো না ইহাতে তাহাদের কায়েমী স্বার্থ নষ্ট হওয়ার ভয় ছিল৷ তাই পুরাতন ধর্মের ব্যানারে পৃথিবীতে মানুষ নানান ধর্মে বিভক্ত হয়ে যায়৷ মানুষের সহজাত প্রবৃত্তি হলো মানুষ নতুন কোন বিষয় সহজে মেনে নিতে পারেনা, এর সাথে পুরাতন ধর্মকে বিকৃতি করে মানুষ নিজের সুবিধা মত বিধান তৈরী করে নেয় এবং তা বংশানুক্রমে পালন করতে থাকে এবং তারা এটা বিশ্বাস করতে চায়না যে তাদের ধর্ম বিকৃতি হয়ে গেছে৷

প্রাচীন কালে লেখার সামগ্রীর দূর্লভ্যতার কারণে ধর্মগুলোর লিখিত রুপ খুব-ই কম পাওয়া যায় ফলে এর বাণী সমূহ বিকৃতি হওয়া খুব সহজ ছিল৷ যেহেতু পুরাতন ধর্মগুলো বিকৃতি হয়ে যায় তাই নতুন ধর্মের প্রয়োজন হয় স্বভাবতই পুরাতন ধর্ম বাতিল বলে গণ্য হয়৷ আর আল্লাহ বলেনঃ নিশ্চই ইসলামই আমার নিকট একমাত্র মনোনীত ধর্ম৷

এ প্রসংগে একটি ঘটনা উল্লেখ করা প্রয়োজন মনে করছি; আমি যখন চাকরিতে জয়েন করি তখন ল্যাবঃ সহকারী পদে জয়েন করি কিন্তু পরবর্তীতে কম্পিউটার সংযোজন করার পরে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে হতো ৷ আমরা এর জন্য ভাতা দাবি করি, আমরা তখন দুইজনে অপারেটর এর কাজ করতাম আমাদের জন্য পাঁচশত টাকা করে ভাতা ধার্য্য করা হয়৷ কিছুদিন পরে একজন চাকুরী ছেড়ে দেয়ায় আমি সম্পুর্ন কাজটি করতে থাকি এবং কতৃপক্ষের নিকট বর্ধিত ভাতা দাবি করি, তারা বর্ধিত ভাতা পাশ করে এনে দেয় এবং নোটে উল্লেখ থাকে যে কম্পিউটার অপারেটর নিয়োগ হলে ভাতা রহিত হয়ে যাবে৷ যথাক্রমে কম্পিউটার অপারেটর নিয়োগ হওয়ার ফলে আমার ভাতা বাতিল হয়ে যায়৷ আমার পূর্ববতী পাঁচশত টাকা ভাতার নোটে এই ধরনের কোন শর্ত ছিল না যার ফলে আমি ভাতা পেতেই থাকতাম, কিন্তু নতুন নোট আসায় পুরাতন নোটের কার্যকারিতা বাতিল হয়ে যায়৷ তেমনি নতুন বিধান ইসলামের আগমনে পুরাতন ধর্ম বাতিল হয়ে যায়৷

পবিত্র কুরআন মজিদ নাজিল হওয়ার পূর্বেও মক্কার মুশরিকগণ আল্লাহ কে বিশ্বাস করতো যেমনঃ হযরত মুহাম্মদ সঃ এর পিতার নাম ছিল আবদুল্লাহ (অর্থ আল্লাহর গোলাম) কিন্তু তাহারা আল্লাহর সাথে তিনশত ষাট দেবদেবীর পূজা করতো, অর্থাত সেই সমাজে ধর্ম প্রচন্ডভাবে বিকৃতি হয়ে গিয়েছিল আর তাই প্রয়োজন ছিল একজন সংস্কারক তথা নবীর আগমনের, আর তাই আগমন করেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সঃ৷
এবং তিঁনি প্রচার করতে থাকেন আল্লাহর তাওহিদ তথা একাত্ববাদ, ধর্ম প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ সঃ কায়েমী স্বার্থবাদীদের নিকট থেকে অনেক বাধার সম্মুখিন হন কিন্ত সত্য চিরকালই সত্য এবং ইসলাম পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে পরে ৷ ইসলামের বিধানগুলো লিখিত আকারে সম্পুর্ণ অবিকৃত অবস্থায় পৃথিবীর মানুষের নিকট পৌঁছে গেছে এবং তা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে আর তাই নতুন নবী রাসুলের প্রয়োজন নেই৷ হযরত মুহাম্মদ সঃ শেষ নবী ও ইসলামই মানবতার মুক্তির চুড়ান্ত ধর্ম ৷

লেখকঃ মাসুম বিল্লাহ্
কবি ও ল্যাবঃ টেকনিশিয়ান
১০/০৬/২০২২



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages