বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ৫ মার্চ, ২০২৩

টিউমার ভেবে রোগীর যৌনাঙ্গ কেটে বিপাকে চিকিৎসক!

টিউমার ভেবে রোগীর যৌনাঙ্গ কেটে বিপাকে চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: যৌনাঙ্গে টিউমার আছে, চিকিৎসক জানালেন অস্ত্রোপচার করতে হবে। দীর্ঘ ও সুস্থ জীবন পেতে রোগী ডাক্তারের পরামর্শ মেনেও নেন।অস্ত্রোপচার শেষে জানা যায়, কোনো টিউমারই ছিল না। মাঝখান থেকে নিজের যৌনাঙ্গ হারিয়ে অকুল পাথারে রোগী। খবর ডেইলি মেইলের।

দীর্ঘ দিন ধরে যৌনাঙ্গে ব্যথা অনুভব করছিলেন ইতালির ওই বাসিন্দা। গিয়েছিলেন ডাক্তারের কাছে। অনেক পরীক্ষার পর চিকিৎসক তাকে জানান, যৌনাঙ্গে টিউমার রয়েছে। তা থেকেই যন্ত্রণা। অস্ত্রোপচার করে টিউমার বাদ দিতে হবে।

চিকিৎসকের কথা মেনে রোগী রাজিও হয়ে যান অস্ত্রোপচারে। যথারীতি অস্ত্রোপচারও হয়। কিন্তু অপারেশন শেষে চিকিৎসক বুঝতে পারেন টিউমারই ছিল না। কিন্তু ততক্ষণে রোগীর যৌনাঙ্গ কেটে বাদ দেওয়া হয়ে গেছে।

‘ডেলি মেইল’-এ প্রকাশিত প্রতিবেদন বলছে, ষাটোর্ধ্ব রোগীর আসলে সিফিলিসের সমস্যা ছিল, যা ওষুধেই সেরে যায়। কিন্তু চিকিৎসকের ভুল নিরীক্ষার জেরে যৌনাঙ্গ হারালেন তিনি।

ইতালির স্বাস্থ্য অধিদপ্তর ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে। চিকিৎসকের সাজার দাবিতে এবং ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই রোগী। আগামী ৯ মার্চ এ মামলার শুনানি ইতালির আদালতে।

The post টিউমার ভেবে রোগীর যৌনাঙ্গ কেটে বিপাকে চিকিৎসক! first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages