বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ৬ মার্চ, ২০২৩

ঐ শোনা যায় বজ্রকণ্ঠ

ঐ শোনা যায় বজ্রকণ্ঠ
—-বিজন বেপারী

ঐ শোনা যায় বজ্রকণ্ঠ
কালজয়ী সেই ডাক,
যে ভাষণে অগ্নি ঝরে
কাটে পাকির নাক।

সোহরাওয়ার্দীর মাঠে সেদিন
ঈশ্বর আসেন নেমে,
জয় বাংলা স্লোগান ওঠে
একটু থেমে থেমে।

মুজিব দিলেন অভয়বানী
মধুর সুরে ভাষণ,
এক ভাষণে কেঁপে ওঠে
পাকিস্তানের আসন।

মুজিব তুমি জাতির ত্রেতা
উপকারী বন্ধু,
শ্রেষ্ঠ তুমি বাঙ্গালীদের
তাইতো বঙ্গবন্ধু।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages