স্বাধীনতা চাই
—বিপুল চন্দ্র রায়
অগ্নিঝড়া ৭ ই মার্চ
মুজিব কণ্ঠে ভাষণ।
সেই দৈববাণী ভাষণ শোনে,
বাঙ্গালী মুক্তিকামী তখন।
মুক্তির নেশায় স্বাধীনতার তরে,
রণভূমে ঝাঁপিয়ে পড়ে ছিল
কৃষক, শ্রমিক, ছাত্র জনতা,
শিক্ষক বুদ্ধিজীবী মুক্তিকামীর দল।
যায় যদি যাক প্রাণটা তবুও
শত্রু বাহিনী দেব রুখে।
দিক-দিগন্তে পতাকা উড়িয়ে,
স্বাধীনতা নিয়ে ফিরব মাগো ঘরে।
——-
বিপুল চন্দ্র রায়
রাজারহাট-কুড়িগ্রাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন