মসজিদ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর উত্তরপাড়া নুর জামে মসজিদের ইমাম মাওলানা ইসরাফিল হোসেনের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইসরাফিল হোসেন উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত বংশীপুর উত্তরপাড়া নুর জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়রা জানায়, মাগরিবের নামাজ শেষে সব মুসল্লি মসজিদ ছেড়ে চলে যায়। এ সময় মাওলানা ইসরাফিল হোসেন মসজিদে একাই ছিলেন। পরবর্তীতে এশার নামাজ পড়ার উদ্দেশে মুসল্লিরা মসজিদে এসে দেখেন ইমাম ইসরাফিল হোসেনের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বাদল সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। পরবর্তীতে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
The post মসজিদ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন