বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ৪ মার্চ, ২০২৩

বাকেরগঞ্জে মসজিদ নির্মাণে বাধা, হামলায় আহত ২

বাকেরগঞ্জে মসজিদ নির্মাণে বাধা, হামলায় আহত ২

সংবাদদাতা, বাকেরগঞ্জ:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মসজিদ নির্মাণ কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। শুক্রবার (০৩ মার্চ সকাল ১০ টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের ছাত্রাবাসারের পিছনে এই হামলা ঘটনা ঘটে। হামলা ঘটনায় বাকেরগঞ্জ থানার একটি লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সাত্তার খানের পুত্র মাছুম খান ওয়ারিশসূত্রে ৪৬ নং ভরপাশা মৌজার বিএস খতিয়ান ১২৪ থেকে ১৫ নং দাগের সম্পত্তি ওয়ারিশ সুত্রে ভোগ দখল করে আসছেন। উক্ত সম্পত্তি থেকে ২.৬২ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফা করে দেন। ওই সম্পত্তিতে মসজিদ উত্তোলনের কাজ করার সময় পৌরসভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আ: সত্তার খান, রাণী বেগম, মনি আক্তার, মুক্তা আক্তারসহ অজ্ঞাতনামা ভাড়াটে সন্ত্রাসীরা মাছুম খান ও তার চাচাতো ভাই বাচ্চু খানকে মসজিদ নির্মাণে বাধা দেয়। তারা তখন প্রতিবাদ করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় মাছুম খান ও বাচ্চু খান গুরুতর আহত হযন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নেয়। আহত মাছুম খান সঠিক বিচারের দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বরিশালটাইমসকে জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

The post বাকেরগঞ্জে মসজিদ নির্মাণে বাধা, হামলায় আহত ২ first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages