বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১ মার্চ, ২০২৩

উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ ওই মাদরাসার মাঠে গত ২৮ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় ।

মাদরাসার সুপার মাওলানা সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইয়েদুর রহমান সোহাগ । স্হানীয় সমাজ সেবক, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও কৃষকসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চলা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে মাদরাসার প্রথম থেকে দাখিল শ্রেণির ছাত্র/ ছাত্রীগণ অংশ গ্রহণ করেন। বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ গ্রহণকারী বিজয়ী ছাত্র- ছাত্রীের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages