‘ফাগুন এসেছে’
—সুনিল বরন হালদার
দূর বনে ঐ কোকিল ডাকে
ফাগুন এসেছে
সবুজ পাতা গাছের শাখে
নুতন এসেছে
রং লেগেছে বনে বনে
ফুল ফুটেছে
দখিন হাওয়া সবার মনে
খুশি এনেছে।
প্রজাপতি ফুলের বনে
খেলায় মেতেছে
আম গাছের ডালে ডালে
মুকুল এসেছে
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
আগুন জ্বেলেছে
শালিক টিয়া কিচিরমিচির
গান ধরেছে।
নদীর ধারে বড় মাঠে
মেলা বসেছে
গাঁয়ের বধু হলুদ রঙের
শাড়ী পড়েছে
তন্বী মেয়ে রাঙা ফুলে
খোপা বেঁধেছে
ঋতুর রাজা বসন্ত
ফিরে এসেছে।
——o—-
সুনিল বরন হালদার।
খান মঞ্জিল
৩৪ মল্লিক রোড, বরিশাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন