বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

এমবাপ্পে-বেনজেমাকে টপকে ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি

এমবাপ্পে-বেনজেমাকে টপকে ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়ে অমরত্বের গল্পটা লিখেছিলেন কিছুদিন আগেই। তাই আজকের সেরা হওয়াটা ছিল প্রত্যাশিত। করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্জেন্টাইন যাদুকর লিওনেল মেসি।

সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২১-২২ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

ফুটবল ইতিহাসের কিংবদন্তি পেলেকে স্মরণ করে ফিফার এবারের অনুষ্ঠান শুরু করা হয়। গত জানুয়ারিতে বর্ষসেরার জন্য ১৪ জনের তালিকা দেয় ফিফা। ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ভোটের পর তিনের নাম জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সেরা তিনে ছিলেন মেসি, এমবাপ্পে ও বেনজেমা।

এবারের বিশ্বকাপে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। আর্জেন্টিনার দলনেতা কাতার বিশ্বকাপে করেছেন ৭ গোল ও ৩ এসিস্ট। পিএসজির জার্সিতে গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৩৪ ম্যাচে ১১ গোলের পাশাপাশি এসিস্ট করেছেন ১৫ গোলে।

পিএসজি সতীর্থ এমবাপ্পে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে ৮ গোল ও ২ এসিস্ট করেছেন। পিএসজি জার্সিতে গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে খেলেছেন ৪৬ ম্যাচ, ২৬ গোলের পাশাপাশি তার এসিস্ট ছিল ২৬টি।

ফরাসি তারকা করিম বেনজেমা বিশ্বকাপে ছিলেন না। তবে ২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদকে জিতান লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

স্প্যানিশ লা লিগায় ৩২ ম্যাচে ২৭ গোলের পাশাপাশি এসিস্ট করেছেন ১২টি। চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে ১৫ গোল ও ২ এসিস্ট করেছেন ফরাসি ফরোয়ার্ড। সুপার কোপায় দুই ম্যাচে দুই গোল ও এক এসিস্ট ছিল বেনজেমার।

The post এমবাপ্পে-বেনজেমাকে টপকে ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages