চাকরির কোটা
—-মুসা কালিমুল্লাহ
বাবার সুত্রে চাকরি হয় রে
পোষ্য কোটার জন্য,
তেউল্যা মাথায় তেল দিয়ে যে
তাকে করে ধন্য।
চাষার ছেলে পড়ে কী লাভ
অর্থ করে নষ্ট,
চাকরি বেলায় কোটা ধারীর
সোনার হরিণ পষ্ট।
দুই মুঠো চাল কিনে যে কম
কিনছে পড়ার বই,
চাকরির কোটায় কোথায় তখন
মুখ লুকিয়ে রই।
পড়াশোনা করে কী লাভ
করে এত গরজ,
ঐ ভার্সিটি পড়তে হলে
কে দেয় কোচিং খরচ।
পড়বে শধু কোটা ধারী
চাকরি যখন তাদের,
পড়ে লেখে চাকরি না হয়
মুখ দেখা টা স্বাদের।
সবার কী আর অর্থ থাকে
হয় উদ্যোক্তা খাতে,
নারী পুরুষ সম অধিকার
বেশি কম কেন তাতে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন