বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

অপূর্ণ প্রেমের বাঁধন —বিপুল চন্দ্র রায়

অপূর্ণ প্রেমের বাঁধন

—বিপুল চন্দ্র রায়

সত্যি ভালোবাসি

তোমার সেই প্রতিশ্রুতি

সেই অনন্য প্রেম ভালোবাসা

আমাকে ফিরিয়ে দাও।

হে দেবী,নীরব কেনো ভালোবেসে,

তবে কি নিবে না আমার ভালোবাসা?

তবে কেনো এসেছিলে তব মোর জীবনে?

সে কি হায়!ওগো দেবী,

স্নিগ্ধ আঁখি তুলে

একটি বার দেখ না মোরে

কত ভালোবাসি তব তোমারে?

ভালোবাসোনি বুঝি মোরে

তবে কেনো গাইলে প্রেমের গান

কেনো রচিলে অপূর্ণ প্রেমের কাহিনী?

কেনো তবু মোর প্রতি করিলে বিমুখতা?

বলো বলো আজি তব বলো

বৃথা করিও না হেলায়,

জীবন প্রভাতে মনেরও ঘরে

গেঁথেছিনু তোমার ছবি,

আজ যে দেখি হায়!সে যে আমার নয়,

বিচিত্র বিধির রীতি কি করিব হায়,

যারে যত ভালোবাসি সে যে ততো কাঁদায়।

ও গো দেবী,শোন তব

তোমার প্রেমের সন্ন্যাসী হবো

রচিবো অপূর্ণ প্রেমের বাঁধন।


বিপুল চন্দ্র রায়

রাজারহাট-কুড়িগ্রাম



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages