সংবাদদাতা, বাকেরগঞ্জ:: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাকেরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মো: ইজাজুল হক, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, বিপ্লব মিত্র এবং শহিদুল ইসলাম হাওলাদার।
উদ্বোধন অনুষ্ঠানে সদস্যসচিব হিসেবে দায়িত্বে ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো: সালেহ আল রেজা। প্রাণিসম্পদ প্রদর্শনী মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খামারীরা গবাদিপশু ও পাখি নিয়ে আসেন।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা জেলেদের মধ্যে বাছুর গরু প্রদান করেন।’
The post বাকেরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন