নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জেলা বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যকে আমন্ত্রণ না জানানোয় ফরিদপুর জেলা বিএনপির সভা পণ্ড হয়েছে। এ সময় দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, অফিস কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের কাঠপট্টি এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, আগামী ২৫ মার্চ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি (পদযাত্রার) সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সংগঠনের যুগ্ম আহ্বায়কদের পাশ কাটিয়ে এবং দলীয় প্রধান তারেক রহমানের সিদ্ধান্তে স্থগিত হওয়া পাঁচটি ইউনিটের নেতাদের আমন্ত্রণে সভা করেন।
বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। পরে সভাটি পণ্ড হয়ে যায়। ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল অভিযোগ করে জানান, ‘আমরা সবাই মিলেমিশে দলীয় কর্মসূচি পালন করতে চাই।
আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতাদের পাশ কাটিয়ে সভা আহ্বান করা ঠিক নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে যে পাঁচটি কমিটি স্থগিত করা হয়, তাদেরও এই সভায় উপস্থিত করা হয়।
এ নিয়ে আলোচনার একপর্যায়ে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয় এবং সভাটি পণ্ড হয়ে যায়। তবে এই হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।’
হট্টগোল ও চেয়ার ভাঙচুরের ভিডিওর বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেছ আলী জানান, ‘ভাইরাল ভিডিওটি আজকের নয়। বর্তমানে এডিটিং করে অনেক কিছু বলা যায়। কোন সময়ের ভিডিও কোন সময়ের ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে সন্দেহ রয়েছে।’
The post বিএনপি অফিসে দু’পক্ষের হাতাহাতি-ভাঙচুর, সভা পণ্ড first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন