বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

কলেজছাত্রী ধর্ষণের মামলায় পুলিশ সদস্য গ্রেফতার

কলেজছাত্রী ধর্ষণের মামলায় পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হবিগঞ্জের চুনারুঘাটে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় শিবলু মিয়া নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

সোমবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন হবিগঞ্জ আদালত। এর আগে রোববার রাতে তাকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। আটক শিবলু মিয়া সিলেট পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার এসআই প্রিয়তোষ দাশ জানান, গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা ও একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা করেছিলেন ওই ছাত্রীর বাবা।

গ্রেফতারের পর শিবলুকে সোমবার হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

 

The post কলেজছাত্রী ধর্ষণের মামলায় পুলিশ সদস্য গ্রেফতার first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages