বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি, থানায় জিডি

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গনে চলমান অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এ ঘটনার পর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাংলা একাডেমির নিরাপত্তার দায়িত্বে থাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই সাধারণ ডায়েরির বিষয়টা বাংলাভিশনের হাতে আসে। পরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।

তিনি বলেন, ‘ঢাকা শহরের এক থানার আওতাধীন দুটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ হচ্ছে। এই হোটেলগুলোতে যদি একাজ বন্ধ না করা হয় তাহলে বাংলা একাডেমিতে বোমা মারা হবে, এমন হুমকি দিয়ে একাডেমির মহাপরিচালক বরাবর চিঠি লিখেছে আনসার আল ইসলামের নেতা মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম।’

তিনি আরও বলেন, ‘এ সংক্রান্ত বিষয়ে মহাপরিচালকের পক্ষে থানায় জিডি করা হয়েছে।’ তবে কোন দুটি হোটেল এবং কোন থানাধীন সেই হোটেলগুলো সেবিষয়ে কোনো তথ্য জানাতে রাজী হননি ওসি।

The post বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি, থানায় জিডি first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages