বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ জনের প্রাণ গেল

বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ জনের প্রাণ গেল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিবুর রহমান (২৫), চাঁদপুর সদরের ওয়াপদা গেইট এলাকার (স্থায়ী ঠিকানা হরিনা) মৃত ইউসুফ আলী হওলাদারের ছেলে নেছার আহমদ হওলাদার (২৫) এবং মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ং এলাকার মৃত বশির প্রধানীয়ার ছেলে মাহাবুব প্রধানীয়া (৫০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত একজনকে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুততম সময়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।

 

The post বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ জনের প্রাণ গেল first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages