বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

বরিশাল/ সরকারের পদত্যাগসহ ১০ দফার স্বপক্ষে বিএনপির পদযাত্রা

বরিশাল/ সরকারের পদত্যাগসহ ১০ দফার স্বপক্ষে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফার স্বপক্ষে বরিশালে পদযাত্রা করেছে বিএনপি। শনিবার সকালে বরিশাল সদর উপজেলার কাশিপুর, চরবাড়িয়া এবং কড়াপুরে একযোগে এই কর্মসূচি পালিত হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দসহ তৃণমূলের বড় একটি অংশ নেন।

বরিশাল জেলা বিএনপির সদস্য মুসফিকুল হাসান মাসুম বরিশালটাইমসকে জানান, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পদত্যাগ এবং তাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফার স্বপক্ষে এই কর্মসূচি পালন করা হয়েছে। তাদের এ কর্মসূচিতে চরবাড়িয়া ইউনিয়নে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ জাহান শিরিন, জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, সদস্যসচিব রফিকুল ইসলাম সেলিম এবং মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক উল্লেখযোগ্য।

তাদের এই কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সর্বসাধারণে স্বত:স্ফুর্ত অংশগ্রহণ ছিল জানিয়ে মি. মাসুম আরও বলেন, কাশিপুর ইউনিয়নে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ জাহান শিরিনের নেতৃত্বে পদযাত্রা হয়েছে। এতে উল্লেখসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছে। এছাড়া কড়াপুরেও অনুরুপভাবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে নেতকর্মীরা।

কেন্দ্রঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শায়েস্তাবাদ ইউনিয়নেও পদযাত্রা করা হবে। এতেও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ জাহান শিরিনসহ জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।’

The post বরিশাল/ সরকারের পদত্যাগসহ ১০ দফার স্বপক্ষে বিএনপির পদযাত্রা first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages