বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

সাকিবের বরিশালের হয়ে খেলতে এলেন রাজাপাকসে

সাকিবের বরিশালের হয়ে খেলতে এলেন রাজাপাকসে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বিপিএল এখন শেষ পর্যায়ে। ফাইনালে ওঠার লড়াইয়ে যে চারটি দল নামবে, সেটিও চূড়ান্ত। আগামীকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা আর এলিমিনেশন ম্যাচে রংপুর রাইডার্সের মোকাবিলা করবে ফরচুন বরিশাল। তাই শেষ মুহূর্তে শক্তি বাড়াতে পরীক্ষিত বিদেশি তারকাদের নিয়ে আসছে দলগুলো।

এদিকে প্রথমবারের মত শিরোপা জেতার লক্ষে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন লঙ্কান আগ্রাসী ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে। শিরোপা ধরে রাখতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা এনেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে।

ফেসবুকে মঈনের ছবি পোস্ট করে কুমিল্লা লিখেছে, ‘বিপিএল মাতাতে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী কুমিল্লা ভিক্টোররিয়ান্সের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। মঈন আলিকে কুমিল্লা ভিক্টোররিয়ান্স পরিবারে স্বাগতম।’

লঙ্কান ব্যাটসম্যান রাজাপাকসের খবর নিশ্চিত করে বরিশাল তাদের ফেসবুকে লিখেছে, ‘দলে যোগ দিতে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে ঢাকায় এসে পৌঁছেছেন।’

কুমিল্লার হয়ে গত আসরেও খেলেছিলেন মঈন। ৭ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে ২২৫ রান করেছিলেন, অফ স্পিনে নিয়েছিলেন৯ উইকেট। রাজাপাকসেরও বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। এবার দ্বিতীয়বার খেলবেন সাকিব আল হাসানের বরিশালের হয়ে।

বিপিএলে আসার আগে মঈন সবশেষ খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। শুধু মঈন আলিই নয়, ভানুকা রাজাপাকসেও আইএল টি-টোয়েন্টিতে খেলে এসেছেন। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগ না থাকলে হয়ত এসব তারকাদের আরও আগে থেকেই দেখা যেত।’

The post সাকিবের বরিশালের হয়ে খেলতে এলেন রাজাপাকসে first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages