বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১০ জুলাই, ২০২২

নিয়ম ভাঙলেন ছাত্রলীগ সভাপতি, কর্মীদের নিয়ে পদ্মাসেতুতে সেলফি

নিয়ম ভাঙলেন ছাত্রলীগ সভাপতি, কর্মীদের নিয়ে পদ্মাসেতুতে সেলফি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: গাড়ি থেকে নেমে পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেলফি তুলেছেন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়। যদিও পদ্মা সেতুতে দাঁড়ানো এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। ঈদ উদযাপন করতে শনিবার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বাড়ি যান জয়। তার বাড়ি বরিশালে। তখনই ওই সেলফি তোলা হয়।

গত ২৩ জুন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে জানায়, পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় সেতুর ওপরে কোনো যানবাহন থামানো যাবে না। গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না। এমনকি সেতুটি পাড়ি দেওয়ার সময় ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না বলে নিষেধাজ্ঞা দেয় সেতু কর্তৃপক্ষ।

জয়ের ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রলীগ নেতাকর্মীদের অনেকেই। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাকিব হোসেনও ফেসবুকে এই ছবি শেয়ার করেছেন।

এ বিষয়ে রাকিব হোসেন সাংবাদিকদের বলেন, আমরা প্রথমবারের মতো পদ্মা সেতুতে গিয়েছিলাম। খুশি আর উত্তেজনার কারণে নিয়মের কথা মাথায় ছিল না। তবে সেখানে সেনাবাহিনীর লোক ছিল। তাদের সঙ্গে কথা বলেই আমরা নেমেছিলাম। নেমে অল্প সময়ের মধ্যে ছবি তুলে আমরা আবার গাড়িতে উঠে যাই।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়কে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। নিয়ম না মেনে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে শেয়ার করার এই ঘটনার সমালোচনা করছেন অনেকে।

The post নিয়ম ভাঙলেন ছাত্রলীগ সভাপতি, কর্মীদের নিয়ে পদ্মাসেতুতে সেলফি first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages