বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১০ জুলাই, ২০২২

ঈদের দিন বরিশালসহ ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঈদের দিন বরিশালসহ ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

রেহমান জলিল, বরিশাল:: এবারের ঈদের দিন রাজধানী ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বরিশাল, চট্টগ্রাম, রংপুর এবং খুলনা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেটের কিছু এলাকায় অন্য বিভাগের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঈদের দিন সারা দেশে বৃষ্টি খুব বেশি থাকবে না। কোথাও দিনভর বৃষ্টির সম্ভবনাও কম। এদিন রাজধানীতে খুব গরম পড়বে না। এ ছাড়া প্রায় সারা দেশে তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি কমছে, যা আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া একই সময় পর্যন্ত প্রধান নদ-নদীর অববাহিকায় বন্যার কোনো ঝুঁকি নেই।

The post ঈদের দিন বরিশালসহ ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages