বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর এর শ্রমিক সংগঠন এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (২ জুলাই ) কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সহকারী প্রিজাইডিং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার দাস, মোঃ জাকির হোসেন।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি হারুন হাওলাদার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে পূনরায় মোঃ আইয়ুব আলী,সহ সভাপতি মোঃ আলাউদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ সোহরাব হোসেন, মোঃ আলাউদ্দিন সরদার, মিন্টু কুমার দাস, মাসুদ রানা, মোঃ জসিম হাওলাদার।
নির্বাচনে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি বিদ মোঃ রফিউদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন