আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে শ্রমিক সংগঠনের নির্বাচন
✪ আরিফ আহমেদ মুন্না ☞ উৎসবমুখর পরিবেশে বরিশালের বাবুগঞ্জে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৬০ ভোট পেয়ে শ্রমিক সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হারুন হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মালেক সরদার চেয়ার প্রতীকে পান ৫৯ ভোট। একই সময়ে শ্রমিকদের ভোটের মাধ্যমে সংগঠনের ৪ জন সদস্যকেও নির্বাচিত করা হয়। তারা হলেন- আলাউদ্দিন সরদার (১০১ ভোট), মাসুদ রানা (১০১ ভোট), সোহরাব হোসেন (৯৬ ভোট) এবং মিন্টু কুমার দাস (৮৪ ভোট)।
এদিকে শ্রমিক সংগঠনের ওই নির্বাচনে কমিটির কার্যনির্বাহী ৯টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ মোট ৪টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৪ জন প্রার্থী। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক পদে আইয়ুব আলী হাওলাদার, সহ-সভাপতি পদে আলাউদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন ফকির এবং কোষাধ্যক্ষ পদে মজিবুর রহমান হাওলাদার। শনিবার (২ জুলাই) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ওই নির্বাচনের ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফি উদ্দিন এবং নির্বাচনের প্রিজাইডিং অফিসার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাজিউদ্দিন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাধারণ সম্পাদক মিয়া রোকন, সাংবাদিক আল-আমিন হাওলাদার, শফিকুল ইসলাম প্রমুখ। নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী তপন কুমার দাস ও জাকির হোসেন। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শ্রমিক সংগঠনের ওই নির্বাচনে ১২৪ জন ভোটারের মধ্যে ১২০ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। #
The post আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে শ্রমিক সংগঠনের নির্বাচন first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন