মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে মুসলিমা খাতুন (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মুসলিমা খাতুন মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার জিয়ারুল ইসলামের স্ত্রী ও আব্দুল মালিকের মেয়ে। তিনি পেশায় দিনমজুরের কাজ করতেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে মুসলিমার লাশ উদ্ধার করে। মুসলিমা দুইদিন আগে নিখোঁজ হয়েছিলেন। পুকুরপাড়ে তার পোশাক পড়ে আছে এবং পুকুরের মধ্যে লাশ ভাসছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন এসে মুসলিমের লাশ শনাক্ত করে।
মেহেরপুর সদর থানার ওসির শাহ-দারা-খান পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোট পেলে বিস্তারিত জানা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন