ই-কমার্সে কেনাকাটা করে প্রতারণার শিকার গ্রাহকদের গেটওয়েতে আটকে থাকা টাকা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ফেরত দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম শফিকুজ্জামান আজ বৃহস্পতিবার, ৭ এপ্রিল এ তথ্য জানিয়েছেন।
এদিন সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দেওয়া এবং ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সংঘটিত লেনদেনে সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ বিষয়ে প্রযুক্তি সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত টেকনিক্যাল কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এএসএম শফিকুজ্জামান বলেন, সভায় কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছি। গ্রাহকদের যে টাকাগুলো বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে আছে, সেগুলো রিলিজ করে দেওয়া হবে। তার আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা একটা গণবিজ্ঞপ্তি দেব। কোনো কোম্পানির যদি কিছু বলার থাকে আমরা শুনব। তারপর আমরা পেমেন্ট গেটওয়ের টাকাগুলো ফেরত দেওয়া শুরু করব।
তিনি আরো বলেন, সব মিলিয়ে মোট ১২টি প্রতিষ্ঠানের টাকা রিলিজ করা হয়েছে। এর বাইরেও দুই একটি প্রতিষ্ঠান রয়েছে যারা পজেটিভভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।
ইভ্যালি নিয়ে কোনো আশার বাণী আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ইভ্যালির বিষয়ে হাইকোর্ট একটা কমিটি করে দিয়েছে। তারা এ বিষয়টি দেখছেন। ইভ্যালি নিয়ে কি করবে না করবে, সেটি আমরা জানি না। মূলত যে কমিটি আছে, তারাই যা করার করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন