গ্রীষ্মের দুপুর
— বিজন বেপারী
ঝিঁ ঝিঁ বোলে বৃক্ষ ডালে
সকাল সাঁঝের বেলা,
এমন দিন এলেই বুঝি
আগুন দিনের খেলা।
দুপুর বেলা রবির খরা
ধুঁকছে পাখি গাছে,
পশুগুলো খায় না ঘাস
ছায়ার দিকে ছোটে।
কৃষক শ্রমিক বটের তলে
একটু শান্তি চায়,
খোকা খুকি ঘাটের জলে
নাইতে শুধু যায়।
বাবুরা সব এসির তলে
ঠান্ডা করে গা,
বিজলি গেলে চেঁচিয়ে বলে
ক্যামনে বাঁচি মা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন