বরিশাল বাণী: ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) পিরোজপুর জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৪ এপ্রিল বাদ আসর স্বরূপকাঠি ফিরোজ মার্কেটের দ্বিতীয় তলায় দলিয় কার্যালয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপি’র কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব পিরোজপুর ১ আশনের সাবেক এমপি প্রার্থী ২০১৮ মেহেদী হাসান রনি ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের গলার কাটা হয়ে দাড়িয়েছে, সারাদেশে একটা বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখা যাচ্ছে। করোনার কারনে মানুষের ব্যবসা বাণিজ্যে ধ্বস নেমেছে, বহু মানুষ চাকরি হারিয়েছেন। বেকারত্বের সংখ্যা বাড়ছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও হতদরিদ্র মানুষ ভালো নেই।দেশের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে।ব্যবসা বানিজ্য শুল্ক হার কমিয়ে আমদানি বাড়াতে হবে।কৃষি বিপ্লব ঘটাতে হবে তাহলেই দেশে শান্তি আসবে।
পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিষেশ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির প্রচার সম্পাদক জিয়াউর রহমান হিরা, এনপিপি বানারীপাড়া উপজেলা সভাপতি সৈয়দ অলিউল ইসলাম,স্বরূপকাঠি উপজেলা সভাপতি জামাল হোসেন ,স্বরূপকাঠি পৌর সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া,কামারকাঠি ইউনিয়ন সভাপতি আউয়াল হোসেন, প্রচার সম্পাদক রাজিব,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা সুলতানা ফেরদৌস প্রমুখ।মোনাজাত পারিচালনা করেন,স্বরূপকাঠি উপজেলা মসজিদের পেশ ইমাম নুর নবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন