গরমে অতিষ্ঠ
— মোঃ মুসা
গরমে ডুবে রয়েছি দুই মাস ধরে
বায়ুর ধরছি হাত, থাক চারিধার!
ভালো লাগেনা এমন তিষ্ঠ আচরণ
প্রকৃতি মেরেছে লাথি দুহাতে চোপার।
গগণ থেকে ধরাচ্ছে বেহুদায় রোদ
রোদতো নয়তো এক স্ফুলিঙ্গ বারুদ,
ঘাসের মাথার ফুল করে খসখসে
প্রকৃতি নিতাছে এক দৃঢ় প্রতিশোধ।
যেখানে সেখানে ফেলে দেয় আবর্জনা
প্রকৃতি হারিয়ে ফেলে নেই তার দিশে,
বড় বড় গাছ পালা তরুলতা জীব
উজাড় করে ছাড়ছে দিনকে দিন সে।
একটু স্বস্তির বায়ু ধরেছি প্রার্থনা
বায়ু বলে ক্ষমা করো আছে মোর মানা,
ওখানে ময়লা গন্ধ কারখানা ছাই
আসলেই ছন্নছাড়া হয়ে যাবো কানা।
from বরিশাল বাণী https://ift.tt/1IhSGvQ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন