বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

চরমোনাইতে সন্ত্রাসীর হামলায় পিতা-পুত্র আহত!

 নিজস্ব প্রতিবেদক: বরিশালের চরমোনাইতে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আনোয়ার হোসেন চৌকিদার (৪৫) ও তার ছেলে পারভেজ চৌকিদার (২৮) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলো ওই ইউনিয়নের  ৯নং ওয়ার্ড চরহোগলা গ্রামের বাসিন্দা মৃত শামসুল হকের ছেলে ও নাতি। গতরবিবার রাত সাড়ে দশটায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত পারভেজ  চৌকিদার বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  
আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে আনোয়ার চোকিদার পার্শ্ববর্তী জোমাদ্দার বাড়ি জামে মসজিদে এশার নামাজ শেষ করে বাড়িতে আসে। এ সময় একই এলাকার বাসিন্দা  বাবুল গাজীর বাড়ির সামনে দিয়ে আসলে উভয়ের মধ্যে দেখা হয়। কিছুক্ষণ পর বাবুল গাজীর মাদকাসক্ত সন্ত্রাসী ছেলে নাঈম গাজী পূর্ব শত্রুতার জের ধরে আনোয়ার চৌকিদারকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করা শুরু করে। তার চিৎকার শুনে ছেলে সজীব ও পারভেজ বাঁচাতে আসলে বাবুল গাজী ছেলে নাঈম গাজী, স্ত্রী জাহানারা বেগম সহ অজ্ঞাত তিন-চারজন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।  এসময় ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ চৌকিদারের ডান হাতে  মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা আহত কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।  বর্তমানে আহত পারভেজ  চৌকিদার মুমূর্ষ অবস্থায় অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages