বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

ভোলা সদর রোডে ইত্যাদি কসমেটিকসে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

ভোলা প্রতিনিধি।

ভোলা শহরের সদর রোডের কে জাহান মার্কেটের ইত্যাদি কসমেটিকস দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযান পরিচালিত হয়েছে ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। অনুমোদন ও আমদানিকারকের সিল না থাকায় ইত্যাদি কসমেটিকসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হিরা ফ্যাশন কে অতিরিক্ত দাম রাখার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ভোলা শহরে পন্যের দাম তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় কসমেটিকস, তৈরী পোশাক, জুতাসহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হলেও অনিয়মে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages