সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী প্রতিনিধিঃ
“কৃষক বাচাও দেশ বাচাও” প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কৃষক লীগ এর ৫০ বছর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সারা বাংলাদেশের ন্যয় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন ও কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক এডভোকেট গাজী জসিমউদ্দিনের নির্দেশে ১৯ শে এপ্রিল সকাল ৯ টায় গলাচিপা উপজেলা কৃষক লীগ নেতৃত্ব গলাচিপা আওয়ামী অফিস ভবনের সামনে পৌর মঞ্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তাবক ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ অফিস কক্ষে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন,পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহ-সভাপতি মো.আজিজুর রহমান বাবলু ভুঁইয়া, সহ দপ্তর সম্পাদক মো.সাহিন মোল্লা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগ নেতা মো.মসিউল ইসলাম রুবেল, মো.ফিরোজ আহম্মেদ, মো.আবু জাফর মৃধা, ডাঃ মো.মিলটন, অটল পাল, মো.দিপু মৃধা, শিশির হাওলাদার, সহ আরো অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন