বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৩ মার্চ, ২০২২

রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

https://ift.tt/B2Xd6f0

পটুয়াখালীঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব দেওয়ান (৩৫) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়ব ওই গ্রামের মৃত রফিক দেওয়ানের ছেলে।

জানা গেছে, খাদ্যগুদামে দিনমজুর হিসেবে শ্রমিকের কাজ করতেন তৈয়ব। আর এই উপর্জনের টাকায় তার সংসার চলতো।

স্থানীয়রা জানায়, বাড়ির পুকুরে পানি কম থাকায় রোববার সকালে পাশের একটি ডোবা থেকে মটরের মাধ্যমে পানি আনার জন্য তার দিয়ে ঘরের বৈদ্যুতিক মিটারে সংযোগ দেন তৈয়ব নিজেই। ডোবার পানি সেচ করার পর মাছ ধরতেও চেয়েছিলেন তিনি। কিন্তু পানি সেচের পর মিটার থেকে মটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হন। পরে ঘটনাস্থলেই মারা যান৷

পরিবারের লোকজন জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর পর তৈয়বের লাশ দেখতে পায় তার স্ত্রী ফাতেমা ও আট বছরের ছেলে তানভীর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তারা এখন দিশেহারা।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



from বিডি ক্রাইম ২৪ https://ift.tt/n1eS9HY

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages