ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে একটি গেস্ট হাউজে অগ্নিকাণ্ডে শামিমাতুল আরোস (৬০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহবুব আলম নামের আরেক বাংলাদেশি গুরতর আহত হয়েছেন।
শনিবার (১২ মার্চ) ভোর ৪টার দিকে মির্জা গালিব রোডে রাহবার গেস্ট হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোর ৪টার দিকে মির্জা গালিব রোডে রাহবার গেস্ট হাউজে অগ্নিকাণ্ডে শামিমাতুল আরোস নিহত হন এবং মাহবুব আলম আহত হয়েছেন। মাহবুব আলম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
গেস্ট হাউজটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলটির ১১টি ঘর পুড়ে যায়।
হোটেলের এক কর্মী জানান, হোটেলের দোতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে।
অগ্নিনির্বাপক বাহিনী তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
from Barta24.com - Latest Bangla news from Bangladesh and World https://ift.tt/LwcFqG9
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন