বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৩ মার্চ, ২০২২

রোনালদোর হ্যাটট্রিকে ম্যানইউ'র রোমাঞ্চকর জয়

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুরন্ত এক হ্যাটট্রিক হাঁকিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৪ বছরের মধ্যে রেড ডেভিলদের এটাই তার প্রথম হ্যাটট্রিক। সিআর সেভেনের ট্রেবল গোলের নৈপুণ্যে ম্যানইউ ৩-২ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। সে আবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে।

স্পারদের হয়ে প্রথম গোলটি করেন হ্যারি কেন। তাদের দ্বিতীয় গোলটি আসে হ্যারি ম্যাগুয়ের আত্মঘাতী হওয়ায়। আর রোনালদোর তিন গোলের শেষটি ছিল স্বাগতিকদের জয়সূচক গোল। 

২০০৮ সালের পর ইউনাইটেডের হয়ে করা প্রথম হ্যাটট্রিকের সুবাদে রোনালদোর ক্যারিয়ারের গোল সংখ্যা দাঁড়াল ৮০৭টি।

শোনা যাচ্ছে ফিফা স্বীকৃত সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে গেছেন রোনালদো। টপকে গেছেন জোসেফ বিকানের ৮০৫ গোলের মাইলফলক। অবশ্য চেক-অস্ট্রিয়ান এ ফুটবলারের গোলের ফিগার নিয়ে রয়েছে সন্দেহ। কেননা অনেক রিজার্ভ ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে এতে। 

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ব্রাইটনকে। দ্য রেড শিবিরের হয়ে গোল দুটি করেন লুইস ডিয়াজ ও মোহামেদ সালাহ। লিগে টানা আট ম্যাচ জিতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি থেকে পয়েন্ট ব্যবধান কমিয়ে তিনে নিয়ে এসেছে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।



from Barta24.com - Latest Bangla news from Bangladesh and World https://ift.tt/ckVwP6h
https://ift.tt/B2Xd6f0

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages