বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

বরিশালে ইজিবাইক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বরিশালের বিভিন্ন স্থানে যাত্রীবাহী ইজিবাইক আটকের প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইজিবাইক চালকরা। ঘণ্টাব্যাপী অবরোধ শেষে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। বুধবার দুপুর ১টা থেকে ঢাকা বরিশাল মহাসড়কের সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় বিক্ষোভ করে চালকরা। ইজিবাইক চালক মো. সাদ্দাম বলেন, রুপাতলী বাস টার্মিনালের সামনে সকাল থেকে ৫টি ইজিবাইক আটক করে পুলিশ। এর প্রতিবাদে সেখানে ইজিবাইক চালকরা বিক্ষোভ করলে পার্কিং সুবিধা নিশ্চিতসহ আটক গাড়ি ছাড়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর আমতলার মোড় এলাকায় দুইটি ইজিবাইক এবং চৌমাথা এলাকায় ৮টি ইজিবাইক আটক করে পুলিশ। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি। বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বরিশালটাইমসকে বলেন, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভের পর পুলিশ পার্কিং এর ব্যবস্থা করার আশ্বাস দেয় এবং আটক হওয়া ১৫টি ইজিবাইক বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হবে বলে জানায়। আশ্বাসে শান্ত হয়ে এবং জনভোগান্তির কথা চিন্তা করে সড়ক অবরোধ থেকে সরে আসে ইজিবাইক চালকরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages